পাবনা সদর উপজেলার রাজাপুর এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আমিন শেখ ওরফে আমিন ডাকাত (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় দুই র্যাব সদস্য আহত হয়েছে।
এসময় ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল তিন রাউন্ড গুলি দুটি ধারালো অস্ত্র ও ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার (২৪ ডিনসম্বর) ভোর রাতে পাবনা রাজাপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালের সামনে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। আমিন ডাকাত পাবনা সদরের গয়েশপুর পয়দা গ্রামের আমিন উদ্দিন শেখের ছেলে।
পাবনা র্যাব-১২ সিপিসি-২ এর দায়িত্ব প্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার ভোর রাতে মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল কয়েকজন ডাকাত। খবর পেয়ে র্যাব সদস্যরা সেখানে অভিযানে গেলে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালালে ডাকাত দল পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে এক ডাকাতের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ডাকাতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।