ইয়াবা পাচারের সময় ২ বিদেশি নাগরিকসহ গ্রেফতার ৩

কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকায় যাওয়ার পথে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন কর্ণফুলী সেতু এলাকা থেকে ঘানার দুই নাগরিকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে সাড়ে সাত হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। এ তথ্য  জানিয়েছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন।

গ্রেফতার ঘানার দুই নাগরিক হলেন– ফ্রাঙ্ক ও রিচার্ড। তাদের দুজনের বয়স ২৭-২৮ বছর বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মো. মাসুদ (২৪) নামে আরও এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

ওসি বলেন, ‘যাত্রীবেশে কক্সবাজার থেকে বাসে করে ইয়াবা পাচার করা হচ্ছে– এমন তথ্যের ভিত্তিতে রাত ২টার দিকে কর্ণফুলী সেতু এলাকায় বাস থেকে নামার পর ফ্রাঙ্ক ও রিচার্ডকে গ্রেফতার করা হয়। তাদের সঙ্গে থাকা ব্যাগ থেকে সাড়ে সাত হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদে দুজন জানায়, তারা পেশায় ফুটবল খেলোয়াড়। বাংলাদেশে বিভিন্ন লিগের হয়ে তারা নিয়মিত খেলায় অংশ নেন। গত সপ্তাহে তারা কক্সবাজারে ফুটবল খেলতে গিয়েছিলেন। কিন্তু বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত হওয়ায় তারা চট্টগ্রামে ফিরে আসছিলেন। ঢাকায় অবস্থান করা মাসুদ নামে একজনের জন্য তারা ইয়াবা নিয়ে আসছিলেন। মাসুদ তাদের পূর্বপরিচিত। পরে তাদের মাধ্যমে কৌশলে আজ (শনিবার) ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মাসুদকে গ্রেফতার করা হয়। বর্তমানে তারা তিনজনই থানা হেফাজতে রয়েছেন।’

আদালতের মাধ্যমে তিনজনকেই কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *