ধর্ষণ মামলায় মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) আব্দুর রকিব খান বাপ্পির জামিন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৭ জানুয়ারি) ঢাকার ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান নোমান উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী সজীব কুমার কুন্ডু জামিনের আবেদন করেন।
শুনানিতে তিনি বলেন, ‘আসামি সম্পূর্ণভাবে নির্দোষ। পরিকল্পিতভাবে তাকে আসামি করা হয়েছে। চাকরি ও পারিবারিকভাবে তার মান-সম্মান ক্ষুণ্ন করতে কুচক্রি মহল বাদীকে দিয়ে মামলাটি করিয়েছেন।’
বাদীপক্ষের রবিউল ইসলাম রবি জামিনের বিরোধিতা করে বলেন, ‘বিয়ের কথা বলে এবং পুলিশ পরিচয় দিয়ে অনৈতিক সম্পর্ক করে মোবাইলে ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় বাদীকে। এভাবে তাকে দীর্ঘদিন অনৈতিক সম্পর্ক করতে বাধ্য করে বাপ্পি। আসামি জামিন পেলে মামলার তদন্তে ব্যাঘাত ঘটবে এবং ভিকটিমের জীবন হুমকির মুখে পড়বে।’
এর আগে ৩ জানুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে জামিন শুনানির জন্য ৭ জানুয়ারি দিন ধার্য করেন।
প্রসঙ্গত, ২ জানুয়ারি রাতে শেরে বাংলা নগর থানায় মামলাটি করেন এক তরুণী। এজাহার থেকে জানা গেছে, পাঁচ বছর ধরে এসআই বাপ্পির সঙ্গে তার সম্পর্ক। সম্প্রতি বাপ্পিকে বিয়ের কথা বললে সে টালবাহানা শুরু করে। ২ জানুয়ারি সকালে বাদীকে আগারগাঁও এলাকার একটি বাসায় ডেকে কিছু ভিডিও দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ করে।