দুবাই ও ইসরায়েলে হামলার হুমকি ইরানের

ইরানি কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেমানির গুপ্তহত্যার বদলা নিতে ইরাকে মার্কিন সেনাদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সার্বিক পরিস্থিতিতে তেহরান-ওয়াশিংটনের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। মার্কিন সেনাদের ওপর চালানো এ হামলার জেরে ইরানে পাল্টা হামলা হলে মার্কিন মিত্র সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও ইসরায়েলের হাইফা শহর ধ্বংসে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী প্রতিরক্ষা বাহিনী (আইআরজিসি)।

বুধবার (৮ জানুয়ারি) ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর নিজেদের টেলিগ্রাম চ্যানেলে এ হুঁশিয়ারি জানিয়েছে আইআরজিসি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়।

ওই বার্তায় আইআরজিসি জানায়, ইরানের ভূখণ্ডে কোনো ধরনের হামলা হলে দুবাই ও হাইফায় ব্যাপক হামলা চালানো হবে।

শুধু তাই নয়, ইরানে কোনো রকম হামলা চালাতে যে দেশ মার্কিনিদের জায়গা দেবে, তাদের ওপরেও হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দেয় বিপ্লবী প্রতিরক্ষা বাহিনী।

আইআরজিসির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, ইরাকে মার্কিন সেনাদের ওপর হামলা ছিল সোলেমানি হত্যার বদলায় কেবলই প্রথম ধাপ। মার্কিন সেনাদের ছাড়া হবে না। মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা না হলে তারা আরও হামলার শিকার হবে বলে হুমকি দেয় তারা।

এদিকে এদিন এক টুইট বার্তায় ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির অন্যতম উপদেষ্টা হেসামউদ্দিন আশেনা জানান, (ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায়) যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক পদক্ষেপকে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সর্বাত্মক যুদ্ধ দিয়ে মোকাবেলা করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *