খুলনা শহর থেকে এক ইজিবাইক চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর লবণচরা থানাধীন সুইচ গেট এলাকা থেকে মো. খায়রুল জমাদার (৩৪) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। এদিন সন্ধ্যায় খুলনার র্যাব-৬ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৬-এর মেজর এ এম আশরাফুল ইসলামের নেতৃত্বে র্যাব-৬-এর একটি বিশেষ আভিযানিক দল লবণচরা থানার ৩১ নম্বর ওয়ার্ড সুইচ গেট এলাকায় অভিযান চালায়। তাদের কাছে তথ্য ছিল, সেখানে এক ব্যক্তি চোরাইকৃত ইজিবাইক কেনা-বেচা করছেন। সে সময় খায়রুল জমাদারকে হাতেনাতে আটক করা হয়।
পরে তার মাধ্যমে একটি ইজিবাইক উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে খায়রুল জানান, ওই ইজিবাইকটি তিনি থানার মোক্তার হোসেন রোডসংলগ্ন জুয়েলের অটো রিক্সা গ্যারেজ থেকে চুরি করেছেন। গাড়িটির মালিক মোক্তার হোসেন রোডের মো. সেলিম রেজা।
এ ঘটনায় বাদী হয়ে লবণচরা থানায় খায়রুলের বিরুদ্ধে মামলা করেছেন সেলিম রেজা। খায়রুলকে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।