ভারতে রপ্তানি হচ্ছে বাংলাদেশের জাহাজ

প্রতিবেশী দেশ ভারতে রপ্তানি হচ্ছে বাংলাদেশে তৈরি আরও দুইটি বড় কার্গো জাহাজ।

শুক্রবার (১০ জানুয়ারি) কর্ণফুলী নদীতে ওয়েস্টার্ন ক্রুজ জাহাজে এ উপলক্ষে বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভারতের জিন্দাল স্টিল ওয়ার্কসকে জাহাজ হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বিশেষ অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশ।

ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ২০১৫ সালে ভারতের জিন্দাল স্টিল ওয়ার্কস ২০০ কোটি টাকায় ৪টি জাহাজ নির্মাণের কার্যাদেশ দেয়। ২০১৭ সালের অক্টোবরে ‘জেএসডব্লিউ রাইগাড়’ ও ‘জেএসডব্লিউ প্রতাপগড়’ হস্তান্তর করা হয়।

ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে নির্মিত ৮ হাজার ডিডব্লিউটি ধারণক্ষমতার ‘জেএসডব্লিউ সিংহগড়’ ও ‘জেএসডব্লিউ লোহগড়’ নামের জাহাজগুলো মুম্বাই ও গোয়ার মধ্যবর্তী জয়গড় বন্দর থেকে মহারাষ্ট্রের ধরমতার বন্দরে খনিজ লোহা ও কয়লা পরিবহন করবে।

প্রতিটি জাহাজ ১৩৩০ কিলোওয়াট ও ৯০০ আরপিএমের দু’টি ইয়ানমার মেরিন ইঞ্জিন দিয়ে চালিত, যা ১০০ শতাংশ লোডেড অবস্থায় সর্বোচ্চ ১০ নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম।

অনুষ্ঠানে বক্তব্য দেন রিয়ার অ্যাডমিরাল আবু আশরাফ, ব্যাংক এশিয়ার ডিএমডি এসএম ইকবাল, ওয়েস্টার্ন মেরিনের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন সোহেল হাসান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *