বেতন-ভাতার দাবিতে শ্যামলীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর শ্যামলী এলাকায় সড়ক অবরোধ করে রেখেছেন গার্মেন্টস শ্রমিকরা। ফলে রাস্তার দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। অফিসগামী লোকজন বাধ্য হয়ে হেঁটে গন্তব্যে রওন দিয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বলে জানা গেছে।

কল্যাণপুর থেকে আসা যানবাহন শ্যামলীতে আটকে আছে। ফলে শিশুমেলা থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত যান চলাচল করতে দেখা যায়নি। এদিকে, গণভবন সিগন্যাল থেকে গাড়ি সামনে এগুতে না পারায় মিরপুর রোড জুড়ে তৈরি হয়েছে তীব্র যানজটের।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়কে অবস্থান নিয়েছেন গার্মেন্টস শ্রমিকরা। ফলে যান চলাচল বন্ধ রয়েছে। তাদের সড়ক ছেড়ে দেওয়া অনুরোধ করা হয়েছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।

ডিএমপি মোহাম্মদপুর জোনের (ট্রাফিক) সহকারী কমিশনার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, শ্যামলী ও কল্যাণপুরের মাঝামাঝি জায়গায় শ্রমিকরা সড়ক অবরোধ করায় প্রায় দুই ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ রয়েছে। দু’পাশে দীর্ঘ যানজট লেগেছে। ডায়নামিক ফ্যাশন নামে একটি গার্মেন্টসের শ্রমিকরা অবস্থান করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *