চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলে তল্লাশি চালিয়ে ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) গভীর রাতে হলে তল্লাশি চালিয়ে পুলিশ তাদের আটক করে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) হাটহাজারী থানার ওসি মোহাম্মদ মাসুদ আলম এই তথ্য জানিয়েছেন।
জানা যায়, বুধবার বিকালে ক্যাম্পাসে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে রাতে উত্তেজনা বিরাজ করছিল। এরপর রাত সাড়ে ১১টা থেকে পৌনে ১টা পর্যন্ত শাহ আমানত ও সোহরাওয়ার্দী হলে তল্লাশি চালায় পুলিশ। আটক ২০ জনের মধ্যে সিফসি গ্রুপের ১২ জন ও বিজয় গ্রুপের ৮ জন নেতাকর্মী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
হাটহাজারী থানার ওসি মাসুদ আলম বলেন, ‘আধিপত্য বিস্তার নিয়ে বুধবার বিকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। রাতে পুলিশ শাহ আমানত ও সোহরাওয়ার্দী হলে তল্লাশি চালায়। হল তল্লাশিকালে দুই পক্ষের ২০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের আমরা থানায় নিয়ে এসেছি। যাদের নামে মামলা আছে যাছাই বাছাই করে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’
এ সর্ম্পকে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, ‘শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্ন ঘটায় দুই হল থেকে সন্দেহভাজন হিসেবে ২০ জনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পুলিশকে বলেছি। যারা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত, তাদের অনেক ছাড় দেওয়া হয়েছে। আর ছাড় দেওয়া হবে না। যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করার চেষ্টা করবে, প্রশাসন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।’