রাজধানীর সবুজবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশি মদসহ মো. মাসুম শিকদার (২৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। সোমবার (২৭ জানুয়ারি) রাতে উত্তর বাসাবো কমিউনিটি সেন্টারের ২ নম্বর গেটের সামনে থেকে তাকে আটক করা হয়।
মঙ্গলবার দুপুরে র্যাব-৩-এর স্টাফ অফিসার (অপারেশন) অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম ফাইজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাসাবো এলাকায় র্যাব-৩-এর চেকপোস্ট স্থাপন করা হয়। ওই সময় একটি প্রাইভেটকার দ্রুত গতিতে আসতে থাকলে সেটিকে থামার সংকেত দেওয়া হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৩৪ ক্যান বিয়ার এবং ২২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, আটক মাসুম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছে। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সে মাদক সরবরাহ করতো বলেও প্রাথমিকভাবে স্বীকার করেছে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।