রাজধানীর শেরেবাংলা নগর থেকে মলম পার্টির ৬ সদস্য আটক

রাজধানী শেরেবাংলা নগর থেকে মলম পার্টির ছয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব)।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে র‍্যাব-২ এর অধিনায়ক মেজর এইচ এম পারভেজ আরেফিন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শেরেবাংলা নগরের টিবি হাসপাতালের সামনে অভিযান চালায় র‍্যাবের একটি দল। এ সময় মলম পার্টির ছয় সদস্যকে আটক করা হয়। আটক ছয়জন হলেন- খোকন (২৬), কাশেম মিয়া (৩০), আবিদ (২৬), সাজ্জাদ হোসেন (২৫), সাদ্দাম হোসেন (২৫) নুরনবী (২৩)।

তিনি জানান, আটকদের কাছ থেকে ৫০টি চেতনানাশক ওষুধ, দু’টি কাচের বোতল, চেতনানাশক তরল পদার্থ, দু’টি নিক্স রাবিং বাম, দু’টি বাংলা বাম, একটি ঝান্ডুবাম, তিনটি মোবাইল ফোন ও তিনটি সিম কার্ড জব্দ করা হয়।

আটকদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি আরও জানান, আটকরা সাধারণ মানুষকে পানি, চা, জুস, খেজুরসহ বিভিন্ন খাদ্য দ্রব্যের সঙ্গে চেতনানাশক মিশিয়ে সাধারণ মানুষকে সেবন করান। পরে অজ্ঞান হয়ে পড়লে তাদের কাছে থাকা টাকা ও মালামাল নিয়ে পালিয়ে যান তারা।

আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান র‍্যাব-২ এর অধিনায়ক মেজর পারভেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *