শাহজালালে দুই কেজি সোনাসহ যাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ৯০০ গ্রাম সোনাসহ মালয়েশিয়া থেকে আসা এক যাত্রীকে আটক  করেছে ঢাকা কাস্টমস হাউস। শুক্রবার (৬ মার্চ) বিকালে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে আসা যাত্রী মো. স্বপনের কাছ থেকে এই সোনা উদ্ধার করা হয়েছে বলে জানান ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সোলাইমান হোসেন।

জব্দ করার সোনার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আটক  যাত্রীকে পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের সহকারী কমিশনার সোলাইমান হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টমস হাউসের প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন। আনুমানিক বিকাল পাঁচটার দিকে মালয়েশিয়া থেকে আসা ইউএস-বাংলার যাত্রী মো. স্বপনকে চ্যালেঞ্জ ও তল্লাশি করা হলে তার কাছে এক কেজি ৯০০ গ্রাম সোনা পাওয়া যায়। জব্দ করা সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *