আফগানিস্তানে বন্ধুকধারীর হামলায় নিহত অন্তত ২৭

আফগানিস্তানের রাজধানী কাবুলে এক অনুষ্ঠানে বন্দুকধারীর হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, ওই অনুষ্ঠানে দেশটির বিরোধী রাজনীতিক আব্দুল্লাহ আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। তবে হামলায় তিনি আহত হননি। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এখবর জানিয়েছে।

হাজারা জাতিগোষ্ঠীর নেতা আব্দুল আলি মাজারির স্মরণে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। ১৯৯৫ সালে তালেবানরা তাকে হত্যা করে। হাজারাদের বেশির ভাগই শিয়া মুসলমান এবং আফগানিস্তানে তারা সংখ্যালঘু।

এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার হামলায় আহতদের কাছের কয়েকটি হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় একটি হাসপাতালের প্রধান দাউদ দানিশ বলেছেন, তাদের হাসপাতালেই ২৬টি মরদেহ ও ২০ জন আহত রয়েছেন।

তাৎক্ষণিকভাবে হামলার দায় কোনও গোষ্ঠীর পক্ষ থেকে স্বীকার করা হয়নি।

গত কয়েক সপ্তাহ ধরে আফগানিস্তানে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। বিশেষ ক্ষমতাসীন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর তা চ্যালেঞ্জ করেছেন বিরোধী নেতা আব্দুল্লাহ আব্দুল্লাহ। বিরোধী নেতা নিজেকে নির্বাচনে জয়ী হিসেবে দাবি করেছেন। কাবুলে ক্ষমতা গ্রহণের দুটি অনুষ্ঠান আয়োজনের প্রক্রিয়া চলছিল।

আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এই হামলাকে মানবতাবিরোধী ও জাতীয় ঐক্যের বিরোধী বলে আখ্যায়িত করেছেন। তিনি জানিয়েছেন, ফোনে বিরোধী নোতর সঙ্গে তার কথা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *