ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি মসজিদে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। রবিবার রাতের ওই হামলায় একজন মুসল্লি আহত হয়েছেন। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, হামলার পর হেলমেটধারী ওই বন্দুকধারী একটি স্কুটারযোগে পালিয়ে যায়।
হামলার শিকার ৩২ বছরের ওই মুসল্লিকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার শরীরে একাধিক গুলির ক্ষত পাওয়া গেছে।
আনাদোলু এজেন্সি জানিয়েছে, হামলার সময় মসজিদের ভেতর ১৫ জন মুসল্লি ছিলেন। তবে একজন ছাড়া অন্য কেউ আহত হয়নি।