হাওরে গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে মঈনুল ইসলাম নামের এক শিশুর হাত কেটে রক্তাক্ত করার অভিযোগ পাওয়া গেছে আহিদনূর নামে এক জমির মালিকের বিরুদ্ধে। সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের পাঠাবুকা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মইনুল ইসলাম (৯) কে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সে পাঠাবুকা গ্রামের আব্দুল আলিমের ছেলে।
শিশুটির চাচা জানান, সোমবার (৯ মার্চ) বিকাল সাড়ে ৫টায় গ্রামের পশ্চিমে টাঙ্গুয়ার হাওরে গরুর জন্য ঘাস কাটতে যায় সে। সেখানে আহিদনূরের জমির ধান কেটে নেওয়ার অজুহাতে মইনুলের হাত ঘাস কাটার কাঁচি দিয়ে কেটে রক্তাক্ত করে সে।
শিশুটির বড় ভাই দিলোয়ার হোসেন জানায়, হাওের গরুর জন্য ঘাস কাটতে গেলে আহিদনূর জমির ধান কেটে ফেলার কথা বলে ঘাস কাটার কাঁচি দিয়ে তার ভাইয়ের হাত কেটে দেয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
বাবা আব্দুল আলিম জানান, জমির ধান কেটে ফেলার কথা বলে তার ছেলের হাত কেটে দিয়েছে আহিদনূর। এঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
হাসপাতালের চিকিৎসক আল আমিন শাওন জানান, শিশুটির বাম হাতে গভীর ক্ষত রয়েছে। তাকে সার্জারি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, হাওরে ঘাস কাটা কেন্দ্র করে এঘটনা ঘটেছে। এবিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। তবে আহত শিশুর স্বজনরা জানান, চিকিৎসার পর তারা থানায় মামলা করবেন।