পাকিস্তানের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় একজন নিহত হয়েছেন। মঙ্গলবার এফ-১৬ মডেলের ওই বিমানটি বিধ্বস্ত হলে এর উইং কমান্ডার নোমান আকরামের মৃত্যু হয়।
পাকিস্তানের বিমান বাহিনী বলছে, ২৩ মার্চ পাকিস্তানের এয়ার শো অনুষ্ঠানকে সামনে রেখে যুদ্ধবিমানের মহড়া চলছিল। এমন সময় রাজধানী ইসলামাবাদে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় বিমানটিতে কেবল উইং কমান্ডারই ছিলেন।
একটি ভিডিওচিত্রে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে তৈরিকৃত যুদ্ধবিমানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে খাড়া ভাবে ভূপাতিত হয়। সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়।
পাকিস্তানের বিমান বাহিনী জানিয়েছে, এই দুর্ঘটনার ফলে আরও কোনও ক্ষয় ক্ষতি হয়েছে কিনা তা জানার চেষ্টা চলছে। সেখানে উদ্ধার কর্মীরা কাজ করে যাচ্ছেন।