ভারতে থাকা বাংলাদেশিরা কোন পথ দিয়ে দেশে ফিরবেন জানা যাবে আজ

করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ থেকে ভারতগামী ফ্লাইট বন্ধের সিদ্ধান্তে বিপাকে পড়েছেন দেশটিতে আটকে পড়া বাংলাদেশি নাগরিকরা। চিকিৎসা, ভ্রমণ ও ব্যবসাসহ বিভিন্ন কাজে যাওয়া বাংলাদেশিরা কীভাবে দেশে ফিরবেন সে নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। এ বিষয়ে খোঁজ করে জানা গেছে, ভারতে থাকা বাংলাদেশিরা কীভাবে কোন পথ দিয়ে দেশে ফিরবেন সেই বিষয়ে বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে পারে। তবে তা জানা যাবে আজ শুক্রবার (১৩ মার্চ)।

সংশ্লিষ্টরা জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সব ধরনের পর্যটক ভিসা স্থগিত করেছে ভারত সরকার। এ কারণে বাংলাদেশ থেকে দেশটিতে ফ্লাইট বন্ধ করছে কয়েকটি এয়ারলাইন্স। ভারতের নিয়ম অনুযায়ী, যে বন্দর বা পথ দিয়ে কোনও ব্যক্তি ভারত যাবে সেই পথ বা বন্দর দিয়েই সংশ্লিষ্ট ব্যক্তিকে ফিরতে হবে। এছাড়াও ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কূটনৈতিক, জাতিসংঘ বা আন্তর্জাতিক সংস্থা, চাকরি এবং প্রজেক্ট ভিসা ছাড়া বিদ্যমান সব ধরনের ভিসা স্থগিত থাকবে।

নভোএয়ার জানিয়েছে, ১৪ মার্চ থেকে ঢাকা-কলকাতাগামী ফ্লাইট বন্ধ রাখবে এয়ারলাইন্সটি। এই সময়ের টিকিট কাটা যাত্রীরা বিনা চার্জে তা রিফান্ড করতে পারবেন। ইউএস বাংলা এয়ারলাইন্সও বন্ধ করছে ভারতগামী ফ্লাইট। এয়ারলাইন্সটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম জানিয়েছেন, ‘১৫ মার্চ থেকে চেন্নাই রুটের ফ্লাইট বন্ধ করা হবে। ১৬ মার্চ থেকে কলকাতা রুটের ফ্লাইট বন্ধ করা হবে।’

যারা বিমানে ভারত গেছেন তারা যদি স্থলবন্দর দিয়ে দেশে ফিরতে চান সেক্ষেত্রে কী পদক্ষেপ নেবে স্থলবন্দর কর্তৃপক্ষ এমন প্রশ্নের জবাবে স্থলবন্দর কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগের সদস্য ও যুগ্ম সচিব ড. শেখ আলমগীর হোসেন বলেন, যেসব বাংলাদেশি এখন ভারতে আছেন তাদের দেশে ফিরে আসার ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে কোনও সমস্যা নেই। তবে ভারতের নিয়ম অনুযায়ী যে পথ দিয়ে যিনি যাবেন তাকে সেই পথ দিয়ে ফিরে আসতে হয়। জরুরি এই মুহূর্তে দেশটির সিদ্ধান্ত কী সেটা শুক্রবার জানা যাবে। বৃহস্পতিবার রাতে তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *