করোনায় আক্রান্ত ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন

করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম তিন জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। শনিবার (১৪ মার্চ) শনাক্ত দুজন এখন হাসপাতালে আছেন। তারা দুজনই পুরুষ। একজনের বয়স ২৯। অপরজনের ৪০ এর বেশি। দুজনেরই জ্বর ও কাশি আছে। ৪০ এর বেশি বয়সের ব্যক্তির ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রয়েছে। তবে, তারা দুজনই ভালো আছেন।

জাতীয় রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানান।

রবিবার (১৫ মার্চ) নিয়মিত ব্রিফিংয়ে ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, গাজীপুরে স্বাস্থ্য অধিদপ্তরের একটি প্রতিষ্ঠানে ৪৮ জনকে রাখা হয়েছে। হজ ক্যাম্পে রবিবার সকালে ১৫২ জনকে রাখা হয়। শনিবার বিকালে আসেন ৭২ জন। রবিবার সকালে আসাদের স্বাস্থ্য পরীক্ষা চলছে। এখন আইসোলেশনে ১০ জন রয়েছে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ৪ জন। সারাদেশে হোম কোয়ারেন্টাইনে ২ হাজার ৩১৪ জন রয়েছেন।

শনিবার সরাসরি আইইডিসিআরে ৬৩ জন এসেছেন। আইইডিসিআরে সরাসরি না আসার জন্য অনুরোধ করেছেন ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। কারণ হিসেবে তিনি বলেন, ‘বাড়ি থেকে আইইডিসিআরে আসার পথে তাদের মাধ্যমে ভাইরাসটি ছড়াতে পারে। তাই হটলাইনে যোগাযোগ করতে বলা হয়েছে। আমাদের টিম বাড়িতে গিয়ে পরীক্ষা করবে। আইইডিসিআরে আনার প্রয়োজন হলে তারাই নিয়ে আসবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *