সৌদি আরবে প্রায় তিনশ’ সরকারি কর্মকর্তা আটক

সৌদি আরবে সামরিক ও নিরাপত্তাকর্মী বাহিনীর প্রায় তিন শতাধিক সরকারি কর্মকর্তাকে আটক করা হয়েছে।  তাদের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও সরকারি ক্ষমতা অপব্যবহারের অভিযোগ তোলা হয়েছে।

রবিবার এক টুইটবার্তায় সৌদির জাতীয় দুর্নীতি দমন কমিশন (নাজাহা) দাবি করে, ঘুষ, টাকা আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের মত অভিযোগের কারণে ২৯৮ জন কর্মকর্তাকে গ্রেফতার করেছে সংস্থাটি। তবে এ অভিযোগে জড়িতদের কারো নাম ও অন্যান্য কোনো বিবরণ দেয়নি নাজাহা।

নাজাহা আরও দাবি করেছে, আটককৃতদের গত কয়েক সপ্তাহ ধরে দেশটির রাজধানী রিয়াদের বিলাসবহুল হোটেল রিৎজ কার্লটনে রাখা হয়েছিল। সেখানে কয়েকজনকে শারীরিক নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

বিশেষজ্ঞদের মতে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় বসার জন্য রাজনৈতিকভাবে তার বিরোধীদের অপসারণের পরিকল্পনা করছেন। যারা সম্ভাব্যভাবে তার জন্য রাজনৈতিক হুমকি তৈরি করতে পারে তাদের অপসারণের পরিকল্পনা করছেন যুবরাজ।

এর আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে দেশটির বেশ কয়েকজন প্রভাবশালী প্রিন্সকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত প্রিন্সরা সৌদি যুবরাজকে উৎখাতের চেষ্টা করেছিল বলে অভিযোগ তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *