থেকে মাঠে গিয়ে ক্রিকেট খেলায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) লালমাই উপজেলায় দুপুরে তাকে জরিমানা করা হয়েছে। ওই প্রবাসী ১৩ মার্চ দেশে এসেছেন।
হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের খোঁজ-খবর ও মনিটরিংয়ের সময় উপজেলা নির্বাহী অফিসার কে এম ইয়াসির আরাফাত কোয়ারেন্টিনের নিয়ম লঙ্ঘন করায় তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে এই অর্থদণ্ড এবং ওই প্রবাসী পরিবারকে সতর্ক করেন।
উপজেলা নির্বাহী অফিসার জানান, লালমাই উপজেলায় বাহরাইন ফেরত ব্যক্তি ১৩ মার্চ দেশে আসেন। এরপর তার ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার কথা ছিল। নিয়ম ভঙ্গ করায় এই ব্যবস্থা নেওয়া হয়। বর্তমানে উপজেলায় ৩৩ জন কোয়ারেন্টিনে আছেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
পরে গ্রাম পুলিশদের সাপ্তাহিক সমাবেশে করোনা পরিস্থিতিতে তাদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার।