করোনা নিয়ে বাকবিতণ্ডা, সংঘর্ষে নিহত ১

করোনা ভাইরাস নিয়ে বাকবিতণ্ডার জেরে রাজবাড়ীতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে লাভলু মোল্লা (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন লাভলুর ভাই বাবলু মোল্লা ও খালেক।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদা সুলতানা এ তথ্য জানিয়েছেন। আহতরা রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ভবদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। লাভলুর বাড়ি সদর উপজেলার ভবদিয়া গ্রামে।

রাজবাড়ী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর)ফজলুল করিম জানান, সকাল সাড়ে ৯টার দিকে ভবদিয়া গ্রামের লাভলু মোল্লা ও খালেকের মধ্যে দেশের সার্বিক করোনা পরিস্থিতি,  এলাকায় এ রোগের বিস্তার নিয়ে কথা হচ্ছিল। এক পর্যায়ে তা নিয়ে কথা কাটাকাটি হয়। এরপর তাদের মধ্যে হাতাহাতিও হয়। এ নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে খালেক, লাভলু মোল্লা ও তার ভাই গুরুতর আহত হলে তাদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই দায়িত্বরত চিকিৎসক লাভলুকে মৃত বলে ঘোষণা করেন। অন্য দু’জন সেখানে চিকিৎসাধীন।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আবদুল আল মামুন জানান, হাসপাতালে গুরুতর আহত তিন জনকে আনা হলে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *