করোনা আক্রান্ত হয়ে মিরপুরের টোলারবাগে মারা যাওয়া ব্যক্তির এক প্রতিবেশী মারা গেছেন বলে জানা গেছে। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা তা নিশ্চিত করতে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) একাধিকবার কল করেও কা্উকে পাওয়া যায়নি।
ওই ব্যক্তি নাম মোজাম্মেল হক। একাধিক সূত্র জানায়, মোজাম্মেল হকের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার জন্য নিয়েছিল আইইডিসিআর। সেখানে পরীক্ষায় পজিটিভ এসেছে। রবিবার সন্ধ্যায় হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে তিনি মারা যান।
প্রতিবেশীরা জানিয়েছেন, মোজাম্মেল হক বয়স্ক ছিলেন। স্থানীয় মসজিদে তার মৃত্যুর ঘোষণা দেওয়া হচ্ছে। তিনি ওই মসজিদের সেক্রেটারি ছিলেন। শনিবার টোলারবাগে মারা যাওয়া ব্যক্তি ওই মসজিদে নামাজ আদায় করতেন। প্রতিবেশীদের ধারণা, তার মাধ্যমে মোজাম্মেল হক সংক্রমিত হয়েছিলেন।