করোনা ভাইরাস সংক্রমণ রোধে বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে রেলপথ মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ আলম মঙ্গলবার (২৪ মার্চ) এই তথ্য নিশ্চিত করেন।
শরীফুল আলম জানান, ২৪ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত টিকিট বিক্রি বন্ধ করা হয়েছে। ২৬ মার্চ থেকে পরের টিকিটগুলো বন্ধের বিষয়ে অফিস আদেশ এখনও হয়নি। ২৬ মার্চের আগেই আদেশ হবে বলে রেলওয়ের ট্রাফিক ব্যবস্থাপনা থেকে মন্ত্রণালয়ে জানানো হয়েছে।
এর আগে মঙ্গলবার থেকে লোকাল ও মেইল ট্রেন বন্ধ করা হয়েছে।