মধ্যরাতে ‘করোনাবিরোধী’ মিছিল

নরসিংদীর বেলাবতে মধ্যরাতে আজান ও করোনাবিরোধী মিছিল করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) মধ্যরাতে বেলাব উপজেলার বারৈচা, দেওয়ানেরচর, খামারচর এলাকায় এই ঘটনা ঘটে। বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুউদ্দীন ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি ফখরুউদ্দীন ভূইয়া বলেন, ‘রায়পুরা থেকে কিছু লোক মিছিল নিয়ে বেলাব থানার বারৈচা এলাকায় আসে। খবর পেয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেই। আসলে গতকাল রাতে যা হয়েছে সব গুজবের কারণে হয়েছে।’

এলাকাবাসি ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ১০টায় হঠাৎ করে বিভিন্ন মসজিদে আজান দেওয়া হয়। এসময় কিছু মসজিদের মাইকে থেকে ঘোষণা দেওয়া হয় বাড়িতে আযান দিতে, নফল নামাজ ও কোরআন তিলাওয়াত করে তওবা করার জন্য। এর কিছুক্ষণ পর উপজেলার বারৈচা, দেওয়ানেরচর, খামারচর এলাকায় করোনা বিরোধী মিছিল বের করে স্থানীয়রা। নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাস্তায় নামে শত শত মানুষ। মিছিলকারীরা ‘করোনা ভাইরাস নিপাত যাক, আল্লাহু আকবার’ স্লোগান দিতে থাকে। পরে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে রাত ১২টার আগে করোনা থেকে বাঁচতে কালোজিরা, আদা, লবঙ্গ খেতে হবে। বাড়িতে বাড়িতে এসব খাওয়ার জন্য হিড়িক পড়ে যায়।

আযান প্রসঙ্গে উপজেলার ধুকুন্দি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জুনাইদ হোসেন ফারুকী বলেন, ‘দেশে যখন মহামারি, আযাব, গজব আসে তখন আযান দিলে আল্লাহ এগুলো থেকে বান্দাদের রক্ষা করেন। কিন্তু মিছিল কিভাবে কারা করেছে কেন করেছে এটা আসলে আমি জানি না।’

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘আযান দেওয়ার ব্যাপারটি ধর্মীয়। তবে মিছিলের নামে কোনও গণজমায়েত নিষেধ করা হয়েছে। কালোজিরা, আদা, লবঙ্গ খেলে করোনা হবে না এ কথার চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী কোনও ভিত্তি নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *