সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যে সীমিত আকারে কল মানি মার্কেট চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (৩১ মার্চ) বাংলাদেশ ব্যাংক থেকে এ ব্যাপারে একটি সার্কুলার জারি করা হয়েছে।
দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, সম্ভাব্য তারল্য ঝুঁকি ব্যবস্থাপনার জন্য সীমিত আকারে পুনঃক্রয় চুক্তি ব্যবস্থা বা রেপো এবং আন্তঃব্যাংক কল মানি মার্কেট চালু রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ জন্য আগ্রহী ব্যাংকগুলো প্রয়োজনীয় ফরম পূরণ করে বিধি মোতাবেক দুপুর সাড়ে ১২টার মধ্যে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের সিকিউরিটিজ শাখায় রোপোর দরপত্র দাখিল করবে। একই সময়ে কল মানি মার্কেটে অংশ নেওয়া ব্যাংকগুলো তাদের লেনদেনের বিবরণী যথানিয়মে বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগে পাঠাবে।
প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংক থেকে স্বল্প সময়ের জন্য যে টাকা ধার নেওয়া হয় তাকে রোপো বলে। আর এক ব্যাংক অন্য কোনও ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে স্বল্প সময়ের জন্য যে টাকা ধার নেয় তাকে কল মানি বলা হয়।