প্রার্থীদের মধ্যে সমঝোতা নয়, কাউন্সিলরদের ভোটাভুটির মাধ্যমেই চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নির্বাচন করা হচ্ছে।
শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে নগরের কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে কাউন্সিলর অধিবেশনের আয়োজন করা হয়।
কাউন্সিলে ভোটাভুটির আগে প্রার্থীদের মধ্যে সমঝোতার মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচনের চেষ্টা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা।
তবে সেই চেষ্টা ভেস্তে যাওয়ার পর শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমেই নেতৃত্ব নির্বাচন করা হচ্ছে। ৩৬৬ জন কাউন্সিলর ভোট দিয়ে আগামী ৩ বছরের জন্য উত্তর জেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।
নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী এবং জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন শেখ আতাউর রহমান আতা এবং গিয়াস উদ্দিন।