করোনা ভাইরাস আক্রান্তের উপসর্গ দেখা দেওয়ায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক চিকিৎসকের স্ত্রীকে (২৬) আইসোলেশনে রাখা হয়েছে। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) দুপুরের দিকে উল্লাপাড়া পূর্ণিমাগাঁতী স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেসন ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। তিনি উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের স্ত্রী।
উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন বলেন, করোনা আক্রান্তের লক্ষণ থাকায় চিকিৎসকের স্ত্রীকে আইসোলেশনে ভর্তি করা হয়েছে। তার পরিবারকেও হোম কোয়ানেন্টিনে থাকতে বলা হয়েছে। রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
চিকিৎসক (ওই নারীর স্বামী) কিংবা সংশ্লিষ্টদের মধ্যে কোনো উপসর্গ আছে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকায় সংক্রমণ হলেও অনেকের মধ্যে লক্ষণ দেখা যায় না।