করোনাভাইরাসের সংক্রমণ রুখতে খাগড়াছড়িতে রাতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। সোমবার সন্ধ্যা ৭টা থেকে এই ঘোষণা কার্যকর হয়।
জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, করোনা প্রতিরোধের জন্য রাত্রীকালীন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। প্রতিরাত রাত ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত জেলার সব দোকানপাঠ, ব্যবসা প্রতিষ্ঠানসহ সব ধরণের প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। শুধু ওষুধের দোকান ছাড়া কোনও প্রতিষ্ঠান খোলা রাখলে সরকার ঘোষিত নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
দিনের বেলায় জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হলে, অথবা সামাজিক দূরুত্বের বাধ্যবাধকতা না মানলে জেল-জরিমানা হতে পারে। তিনি সবাইকে নিজ ঘরে নিরাপদে অবস্থান করার জন্য অনুরোধ জানিয়ে বলেন, ‘নিজে ভালো থাকুন, পরিবারের অন্যান্য সদস্যদের ভালো রাখুন, দেশের মানুষকে ভালো রাখুন। কারও খাদ্য সংকট হলে জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন। খাবার বাড়িতে পৌঁছে দেওয়া হবে।’