ইরানে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পরপরই একটি গুজব ছড়িয়ে পড়ে যে, মদ পান করলে এ ভাইরাস ধ্বংস হয়ে যায়। ওই গুজবে কান দিয়ে অনেকেই তখন ঢালাওভাবে মদ পান করতে শুরু করেন। এর ফল হয় ভয়াবহ। বিষক্রিয়ায় মারা যান শত শত মানুষ। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে এখন পর্যন্ত মদপানে এ ধরনের বিষক্রিয়ায় ইরানে ৬শ’রও বেশি মানুষের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ।
মঙ্গলবার (৭ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
খবরে বলা হয়, করোনার হাত থেকে বাঁচতে অবৈধভাবে প্রস্তুত মদপানে এখনও দেশটিতে ৩ হাজারের মতো মানুষ অসুস্থ রয়েছেন।
অবৈধভাবে মদ প্রস্তুতের সঙ্গে জড়িত অনেককেই গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ইরানের বিচারবিভাগের মুখপাত্র।
ইরানে এখন পর্যন্ত ৬২ হাজার ৫শ’রও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৮৭ জনের।