স্পেনে মাঝখানে বেশ কয়েকদিন করোনায় দৈনিক মৃত্যুহার কমেছিল। কিন্তু দুইদিন ধরে তা আবারও কিছু মাত্রায় বাড়তে শুরু করেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫৭ করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এর আগের দিন মৃত্যু হয়েছিল ৭৪৩ জনের। তার আগের ৪ দিন এই মৃত্যুহার আরও কম ছিল।
বুধবার (৮ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
খবরে বলা হয়, গত তিন দিনের তুলনায় বুধবার নতুন করে করোনা শনাক্তের সংখ্যাও বেড়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে ৬ হাজার ১৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে স্পেনে প্রায় ১ লাখ ৪৭ হাজার মানুষের করোনা শনাক্ত হলো। ইউরোপীয় দেশগুলোর মধ্যে এটি সর্বোচ্চ।
মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক ডক্টর হান্স ক্লুজ বলেন, ইতালি ও স্পেনে ছড়য়ে পড়া করোনা মহামারি স্তিমিত হওয়ার লক্ষণ পাওয়া যাচ্ছে। কিন্তু ইউরোপে করোনা পরিস্থিতির অগ্রগতি খুব মাজুল অবস্থায় আছে বলে সতর্কতা জানান তিনি।