আখেরি মুনাজাতের মধ্য দিয়ে হাটহাজারীতে শেষ হয়েছে তিন দিনব্যাপি জোড় ইজতেমা। এতে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।
উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় শুক্রবার (৬ ডিসেম্বর) শুরু হওয়া এ জোড় ইজতেমার শেষ দিন ছিল রোববার (৮ ডিসেম্বর)। দুপুর সাড়ে ১২টায় মুনাজাত শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়।
মুনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের প্রধান মাওলানা যোবায়ের। মুনাজাতে অংশগ্রহণ করেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমেদ শফী, চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী। এছাড়া দেশের ১৫ জেলার প্রায় লক্ষাধিক লোক মুনাজাতে অংশগ্রহণ করেন।
এর আগে শুক্রবার (৬ ডিসেম্বর) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় জোড় ইজতেমার কার্যক্রম। ওইদিন দুপুরে মুসল্লীরা একসঙ্গে জুমার নামাজ আদায় করেন।