করোনাভাইরাস ও সরকারি কার্যক্রম নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের দায়ে মোস্তাফিজুর রহমান (৩২) নামে একজন যুবককে আটক করেছে র্যাব। এসময় তার কাছ থেকে একটি মোবাইলফোন সেট, সিম ও মেমোরি কার্ড জব্দ করা হয়।
জানা যায়, ৮ এপ্রিল বিকাল সাড়ে ৪টার দিকে তাকে যশোর সদরের বালিয়াঘাটা-লাউখালি এলাকা থেকে আটক করা হয়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. এম সারোয়ার হুসাইন এই তথ্য জানিয়েছেন।
র্যাব জানায়, ৮ এপ্রিল বিকাল সাড়ে ৪টার দিকে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লে. এম সারোয়ার হুসাইন এবং স্কোয়াড কমান্ডার এএসপি সোহেল পারভেজের নেতৃত্বে একটি দল মোস্তাফিজুর রহমানকে আটক করেন। মোস্তাফিজ তার মোবাইলফোনের মাধ্যমে করোনাভাইরাস ও সরকারি কার্যক্রম নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করছিল। সে ওই এলাকার মোজাফ্ফর হোসেনের ছেলে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।