করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্নবিত্ত পরিবারের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
নগরের বিভিন্ন এলাকায় বসবাস করা মধ্যবিত্ত পরিবারের নাগরিকরা তাদের মোবাইল নম্বার ও ঠিকানা জানিয়ে মেয়র আ জ ম নাছির উদ্দীনের ফেসবুক পেইজে মেসেজ করলে গোপনে তাদের কাছে খাবার পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি।
এ ঘোষণার পর গত দুই দিনে আ জ ম নাছির উদ্দীনের পেইজে মেসেজ করে সহায়তা চাওয়া ৩২১ পরিবারের কাছে খাবার পৌঁছে দেওয়া হয়েছে শুক্রবার।
আরও যারা রয়েছেন তাদের ঠিকানায়ও ২/৩ দিনের মধ্যে খাবার পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।
যারা পেইজে মেসেজ দিয়ে শুধু মোবাইল নম্বর দিয়েছেন, কিন্তু ঠিকানা দেননি- তাদের পূর্ণাঙ্গ ঠিকানা দিতে অনুরোধ জানিয়ে আ জ ম নাছির উদ্দিন বলেছেন, যার খাবারের প্রয়োজন কেবল তিনিই যাতে মেসেজ দেন। একজনের হয়ে অন্যজন যাতে মেসেজ না দেন।