যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় করোনাভাইরাসজনিত লকডাউন চলার মধ্যেই একটি আবাসিক ভবনে বন্দুকধারীর হামলায় ৬ জন আহত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) রাতে বেকারসফিল্ডের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে পার্টি চলার সময় এ হামলা হয়। স্থানীয় শেরিফের কার্যালয়কে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
করোনাভাইরাসের প্রকোপের কারণে গত মাস থেকে ক্যালিফোর্নিয়ায় ভ্রমণে কড়াকড়ি জারি রয়েছে। গত ১১ এপ্রিল পর্যন্ত সেখানে করোনায় আক্রান্তের সংখ্যা ২১ হাজার ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে সাড়ে ৬শ’রও বেশি মানুষের। ক্যালিফোর্নিয়ার গভর্নর গাভিন নিউসোম জনিয়ে দিয়েছেন শুধু নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও ওষুধ সামগ্রী কিনতে, পোষা কুকুরকে হাঁটাতে কিংবা ব্যায়াম করতে বের হতে পারবে বাসিন্দারা। অনত্যাবশ্যকীয় ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য করা হয়েছে। শুধু মুদি দোকান, ফার্মেসি ও পেট্রোল স্টেশনগুলো খোলা আছে।
এর মধ্যেই শুক্রবার (১০ এপ্রিল) রাতে বেকারসফিল্ডের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে পার্টি চলছিলো। হঠাৎই সেখানে গুলি চালায় দুর্বৃত্তরা। স্থানীয় শেরিফ জানিয়েছে, ঘটনার পর পরই চার ব্যক্তিকে গাড়িতে করে পালিয়ে যেতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে তারাই হামলাকারী। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।
ভুক্তভোগীদের কারো অবস্থা গুরুতর নয়। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।