নদীর তলদেশ দিয়ে রোমাঞ্চকর যাত্রা

নদীর ওপর বিশাল জলরাশি, খেলা করছে ঢেউ আবার চলাচল করছে বিশাল বিশাল জাহাজ। এসবের নিচে সুড়ঙ্গ দিয়ে মানুষজন যাতায়াত করবে, চলবে যানবাহনও। কিন্তু নদীর ওপর থেকে তা বোঝার বিন্দুমাত্র সুযোগ নেই। বাংলাদেশের প্রেক্ষাপটে বিষয়টি অবাস্তব মনে হলেও তেমনি এক অসাধ্য সাধন হয়েছে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে।

সরেজমিন দেখা যায়, সমুদ্রের পাশ দিয়ে গেছে আউটার রিংরোড। ফৌজদারহাট থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় এসে সড়কটি যুক্ত হয়েছে কর্ণফুলী টানেলের অ্যাপ্রোচ রোডের সঙ্গে। এখান থেকে স্বপ্নের টানেল আপনাকে স্বাগত জানাবে।

প্রথমে হলুদ রঙের একটি ছাউনির নিচে প্রবেশ করবেন। এরপর ধীরে ধীরে আপনি টানেলের দিকে এগোতে থাকবেন। একপর্যায়ে নীল আকাশ আর দেখা যাবে না। নদীর আগে অনেক নিচে নামতে নামতে ঢুকে পড়বেন সুড়ঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *