চট্টগ্রাম: ছুটির দিনে গাড়ির চাপ বাড়ায় বঙ্গবন্ধু টানেলের সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
শুক্রবার (৩ নভেম্বর) বিকেল থেকে টানেলের উভয় প্রান্তে এ যানজট তৈরি হয়।
জানা গেছে, টোল প্লাজায় টোল নিতে সময় লাগায় এ যানজটের সৃষ্টি হয়েছে। এতে সাড়ে তিন মিনিটের টানেল পাড় হতে সময় লাগছে আধা ঘণ্টা থেকে ৪৫ মিনিট।
শুধু টানেলের বাইরে উভয় প্রান্তে প্রায় আধা কিলোমিটার জুড়ে এ যানজট ছড়িয়ে পড়ে।
টানেলের টোল ম্যানেজার বেলায়েত হোসেন জানান, ছুটির দিনে সবাই টানেল ও তার আশেপাশের এলাকা ঘুরতে এসেছেন।
এতে স্বাভাবিক দিনের তুলনায় যান চলাচল বেড়ে গেছে। ফলে যানজটের সৃষ্টি হয়েছে।
আমরা যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছি।
উল্লেখ, গত ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করেন। এর পরের দিন থেকে শুরু হয় যান চলাচল।