ড্যাফোডিল শিক্ষার্থীকে হত্যা: মামলার ৩ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার

সাভার (ঢাকা): বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. হাসিবুল হাসান অন্তরকে (২১) তুলে নিয়ে মারধরের পর মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করার ৩ ঘণ্টার মধ্যে প্রধান আসামি রাহাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (০৪ নভেম্বর) বেলা ১২টার দিকে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান।

গ্রেপ্তার আসামি রাহাত সরকার (২৫) গাজীপুরের জয়দেবপুর থানার পূর্ব চান্দেনা গ্রামের সাঈদ সরকারের ছেলে।

তিনি বর্তমানে সাভারের বিরুলিয়ার আক্রান এলাকায় থাকেনন।

বাকি আসামিরা হলেন- সাভারের বিরুলিয়ান আক্রান নামাপাড়ার জলিলের ছেলে মনছুর (৪০), একই গ্রামের নজরুলের ছেলে আশিক(২২), সাধানের ছেলে সাহিম(২৩), টিপুর ছেলে টুটুল (২৪)।
নিহত হাসিবুল হাসান অন্তর ময়মনসিংহ জেলা থানার কাচারি পাড়া এলাকার ভাটিপড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে৷ তিনি ড্যাফডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শেষ বর্ষের শিক্ষার্থী।

পুলিশের পক্ষ থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গত ২৭ অক্টোবর সন্ধ্যার দিকে বিরুলিয়ার খাগান এলাকায় মোটরসাইকেল চালিয়ে পৌঁছান হাসিবুল হাসান অন্তর ও ফয়সাল সিদ্দিকী বাপ্পী। এসময় পূর্ব বিরোধের জের ধরে রাহাত সরকার, মনছুর, আশিক, সিফাত, সাহিম ও টুটুলসহ ১০/১২ জন অন্তরের সঙ্গে থাকা ফয়সাল সিদ্দিকী বাপ্পীকে চর থাপ্পড় দিয়ে তাড়িয়ে দেয়।

পরে অন্তরকে অপহরণ করে খাগানের পাশে বউবাজারের একটি বাগানের ভেতরে নিয়ে হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে উপর্যুপরি আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। আহত অন্তরকে আশুলিয়ার রাজু হাসপাতাল ও সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। শারিরীক অবস্থা উন্নতি না হওয়ায় তার বাবা-মা উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২ নভেম্বর মো. হাসিবুল হাসান অন্তর মারা যায়।
আরও জানা গেছে, ঘটনার বিষয়ে থানা পুলিশকে কেউ অবহিত করেনি। পরবর্তীতে থানা পুলিশ অবগতের পর স্বপ্রনোদিত হয়ে তদন্তে নামে। ঘটনার বিষয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ও ডেপুটি প্রক্টর মো. বদরুজ্জামান বাদী হয়ে ২ নভেম্বর রাত ১১ টার দিকে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার এসআই মো. দিদার হোসেনকে দেওয়া হয়। মামলাটির হওয়ার তিন ঘণ্টার ভেতর রাত ১ টার দিকে গাজীপুর জেলা জয়দেবপুর থানা এলাকা হতে প্রধান আসামি মো. রাহাত সরকারকে গ্রেপ্তার করা হয়।

প্রেস ব্রিফিংয়ে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান জানান, গতকাল (৩ নভেম্বর) সকালে আমরা আসামিকে আদালতে পাঠাই। আসামি ঘটনার বিষয়ে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকী আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *