১৫ দিনে ঢাকায় গ্রেপ্তার ২৩৫৫

ঢাকা: গত ২৮ অক্টোবরের সহিংসতা এবং এদিন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগে গত ১৫ দিনে রাজধানীতে ২ হাজার ৩৫৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সর্বশেষ শনিবার (৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২১ অক্টোবর ৩১ জন, ২২ অক্টোবর ৪২ জন, ২৩ অক্টোবর ৪২ জন, ২৪ অক্টোবর ৮৫ জন, ২৫ অক্টোবর ১১১ জন, ২৬ অক্টোবর ২০২ জন, ২৭ অক্টোবর ৩৪০ জন, ২৮ অক্টোবর ৬৯৬ জন, ২৯ অক্টোবর ২৫৬ জন, ৩০ অক্টোবর ১৫৮ জন, ৩১ অক্টোবর ১৪১, ১ নভেম্বর ৯৬ জন, ২ নভেম্বর ৬০ জন, ৩ নভেম্বর ৫৮ জন ও সর্বশেষ ৪ নভেম্বর ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

২৮ অক্টোবরের ঘটনায় এ পর্যন্ত ডিএমপির রমনা বিভাগের বিভিন্ন থানায় আটটি, লালবাগে পাঁচটি, মতিঝিলে ৩০টি, ওয়ারীতে ১২টি, তেজগাঁওয়ে পাঁচটি, মিরপুরে ১৬টি, গুলশানে ১০টি ও উত্তরায় তিনটিসহ সর্বমোট ৮৯ টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়ে ডিএমপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *