খাগড়াছড়ি: বিএনপি ও জামায়েতের ডাকা অবরোধ কর্মসূচি চলাকালে খাগড়াছড়িতে একটি ট্রাকে আগুন দিয়েছেন সমর্থনকারীরা।
রোববার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে শহরের আলুটিলা এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থালে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে ভোরে মাটিরাঙ্গা বাজার সড়কের ওপর টায়ার জ্বালিয়ে মিছিল করেন সমর্থকরা।
এছাড়া তারা জালিয়া পাড়া-রামগড় সড়কে গাছ ফেলে ব্যারিকেড, খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের আট মাইল এলাকায় ট্রাক, বাস ও সিএনজি চলাচলে বাধা দেন বিএনপির নেতাকর্মীরা।
সকাল সাড়ে ৯টার দিকে জেলা শহরের জিরোমাইল এলাকায় পাহাড়ের ওপর থেকে ইটপাটকেল ছুঁড়ে গাড়ি ভাঙচুর করার চেষ্টা করলে পুলিশ-বিজিবি ও আনসার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে পুরো এলাকায় তল্লাশি করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে জেলা শহরের মধ্যে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে জেলা থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহন।
এছাড়া জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। সেই সঙ্গে টহলে রয়েছে বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা।