তৃতীয় দফার অবরোধে নিরাপত্তা আরও জোরদার করেছে ডিএমপি

ঢাকা: বিএনপির তৃতীয় দফার অবরোধে রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) দুপুরে ডিএমপি সদরদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ. মহিদ উদ্দিন।

তিনি বলেন, আজ থেকে আবারও ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। ডিএমপি অবরোধকে কেন্দ্র করে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

আমরা দেখেছি অবরোধের নামে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটছে। এসব ঘটনাকে মোকাবিলা করতে আমরা পরিবহন মালিক শ্রমিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে আমরা কথা বলেছি।
তিনি আরও বলেন, নাশকতা প্রতিহত করতে আমরা কাজ করছি। আর যারা এ ধরনের অমানবিক নিষ্ঠুর কাজ করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, আজ সকাল থেকে রাজধানীতে প্রচুর গাড়ি আছে। আমাদের নিরাপত্তার বলয় আরও জোরদার করা হয়েছে। পরিবহন সেক্টরে আমাদের লোকজন মোতায়েন আছে। গাড়ির ভেতরে কাউকে সন্দেহজনক মনে হলে পুলিশে জানানোর জন্য বলা হয়েছে চালক ও হেলপারদের।

অবরোধকে কেন্দ্র করে যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার ডিএমপির পক্ষ থেকে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *