ঢাকা: রাজধানীর বনানীতে পুলিশ ফাঁড়ির পাশে একটি মিনিবাসে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে ফায়ার সার্ভিস বলছে ঘটনাস্থলে যাওয়ার আগে আগুন নিভে যায়।
বুধবার (৮ নভেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাত ৮টা ৮ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলে দুটি ইউনিট যায়।
তবে ফায়ার সার্ভিসের লোকজন সেখানে যাওয়ার আগে আগুন নিভে যায়।
এদিকে বনানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বনানী পুলিশ ফাঁড়ির পাশে একটি পরিত্যক্ত মিনিবাস আগুন লেগেছিল ছিল সেটা নিভে গেছে।
ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা মিনিবাসে আগুন দিয়ে পালিয়ে যায়।