ঢাকা: রাজধানীর ওয়ারী জয়কালী মন্দিরের কাছে ট্রাকের নিচে একটি প্রাইভেটকার চাপা পড়েছে। এতে প্রাইভেটকারে চালকের আসনে থাকা এক ব্যক্তি মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের চেষ্টা করছে।
বুধবার (৮ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে সুত্রাপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে ওয়ারী থানার (ইন্সপেক্টর তদন্ত) মো. মজিবর রহমান জানান, ওয়ারী জয়কালী মন্দিরের সামনে স্টিলের সিট ভর্তি ট্রাক উল্টে গিয়ে একটি প্রাইভেটকারের ওপরে পড়ে।
এতে প্রাইভেটকারের চালকের আসনে থাকা এক ব্যক্তি মারা গেছেন। ঘটনার সময় প্রাইভেটকারের পেছনে থাকা দুই ব্যক্তি দ্রুত বেরিয়ে যান।
তিনি আরও জানান, স্টিলের সিটগুলো প্রাইভেটকারের ওপরে পড়ে। যতটুকু জানা গেছে, নিহত ব্যক্তি নিজস্ব গাড়ি নিয়ে বরিশাল থেকে দুই যাত্রী নিয়ে ঢাকায় এসেছিলেন। নিহতের নাম ঠিকানা এখনো জানা যায়নি।