দিনাজপুর: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) গৌর চন্দ্র নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সামনের একটি মেস থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত গৌর চন্দ্র নীলফামারী জেলার ডোমার উপজেলার ভুবন রায়ের ছেলে। তিনি কৃষি অনুষদের ২৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও সহপাঠীরা জানান, বৃহস্পতিবার বিকেলে বাইরে ঘুরতে যেতে বলেন গৌর চন্দ্রের সহপাঠীরা। এ সময় অসুস্থতার কথা বলে রুমে থেকে যান তিনি।
পরে ঘোরাঘুরি শেষে সহপাঠীরা ফিরে এসে রুমে গলায় ফাঁস লাগানো অবস্থায় বন্ধুকে ঝুলতে দেখে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানান।
এ বিষয়ে হাবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশিদ বলেন, অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় আমরা শোক প্রকাশ করছি।
ওই শিক্ষার্থীর পরিবারেরকে খবর দেওয়া হয়েছে।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মাসুম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করি। প্রাথমিক সুরহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।