নওগাঁ: জেলার ধামইরহাট থেকে মাদক কেনাবেচার সময় পাঁচ কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
সোমবার (২০ নভেম্বর) রাতে উপজেলার তাহেরপুর ও মরড়ো এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কোম্পানি কমান্ডার শেখ সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন ধামইরহাট উপজেলার পূর্ব তাহেরপুর এলাকার বাবুল হোসেনের ছেলে জাহাংগীর আলম (২৮), মোড়ল এলাকার তফসের আলীর ছেলে সাবু মিয়া (২৮), বদলগাছী উপজেলার লক্ষ্মীকুল এলাকার ছাফির উদ্দিনের ছেলে শাহিন মণ্ডল (২৫) ও মুকুল মণ্ডলের ছেলে শাহিদ হোসেন (২৫) এবং কাস্টগাড়ী এলাকার মাজেদ আলী মণ্ডলের ছেলে সাইফুল ইসলাম (৪৫)।
র্যাব কমান্ডার শেখ সাদিক বলেন, গ্রেপ্তাররা চিহ্নিত মাদক কারবারি। তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতেন।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে মাদক কেনাবেচাকালে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় ১০ বোতল ফেনসিডিল, আড়াই লিটার চোলাই মদ, ১৯ পুরিয়া গাঁজা ও নয়টি টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তারের পর ধামইরহাট থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।