দিনাজপুর: দিনাজপুরের বিরল উপজেলায় রাস্তা ভরাটের জন্য জমি থেকে মাটির কাটার সময় কষ্টি পাথরের একটি বিষ্ণু মূর্তি পাওয়া গেছে। মূর্তিটির ওজন প্রায় নয় কেজি বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার ৪নং শহরগ্রাম ইউনিয়নের আকরগ্রামের ধানুয়ারপাড় খাস জমি থেকে মাটি কাটার সময় মূর্তিটি পাওয়া যায়।
বিষ্ণুমূর্তিটি বর্তমানে বিরল থানা হেফাজতে রয়েছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাওলা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ৪০ দিনের মাটিকাটা কর্মসূচির শ্রমিকেরা ধানুয়ারপাড় খাস জমি থেকে মাটি কেটে রাস্তা ভরাটের কাজ করছিলেন। মাটি কাটার এক পর্যায়ে মূর্তিটি দেখতে পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে খবর দেন তারা।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষ্ণুমূর্তিটি উদ্ধার করে।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাওলা বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মূর্তিটি উদ্ধার করে।
আদালতকে অবিহিতকরণের পর মূর্তিটি প্রত্নতাত্ত্বিক বিভাগের কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে মূর্তিটি থানা হেফাজতে রয়েছে। এটির ওজন নয় কেজি, যার বাজার মূল্য প্রায় নয় লাখ টাকা।