বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, মহান মুক্তিযুদ্ধে আমরাও অংশগ্রহণ করেছিলাম। বিএনপি মুক্তিযোদ্ধার দল। মুক্তিযোদ্ধাদের সঙ্গে আলোচনা করে রাজাকারের তালিকা করলে অভিযোগ আসতো না। রাজাকারের তালিকা ষড়যন্ত্রের অংশ ও মনগড়া।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে কাজীর দেউড়িতে নগর বিএনপির উদ্যোগে বিজয় দিবসের সমাবেশে তিনি এ কথা বলেন।
আব্দুল্লাহ আল নোমান বলেন, প্রশাসন নিরপেক্ষ না হলেও মানবিক হবে, এটা আমরা আশা করেছিলাম। কিন্তু এটা হয়নি। বিজয় দিবস ১৬ তারিখের পরিবর্তে ১৭ তারিখে পালন করতে হচ্ছে। এটি আমাদের নয়, জাতীর জন্য লজ্জার বিষয়।
তিনি বলেন, বিএনপিকে যথাসময়ে বিজয় দিবসের অনুষ্ঠান পালন করতে দেয়া হচ্ছে না। আজকে যদি বিজয় দিবসের র্যালি বিজয় দিবসের দিন করার অনুমতি দিতো, তাহলে সকলের সঙ্গে বিজয় দিবসের আনন্দ ভাগাভাগি করা যেতো। বিজয় দিবস কোন একক দলের নয়।
নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।