ঢাকা: অগ্নিসন্ত্রাসের হুকুমদাতাদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, অগ্নিসন্ত্রাসের যারা হুকুমদাতা ও অর্থদাতা তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা আমাদের নিতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী সেটাই করে যাচ্ছে।
রোববার (২৬ নভেম্বর) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল তুলে দেওয়া হয়। ফলাফল ঘোষণার আগে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, দুঃখের বিষয় হলো, যেহেতু সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসারে জানুয়ারির মধ্যেই নির্বাচনটা সম্পন্ন করতে হবে। নির্বাচনের তফসিল দেখে আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে নভেম্বরের মধ্যেই পরীক্ষাটা শেষ হয়ে যাবে।
কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, আমরা কিন্তু কারও রাজনৈতিক অধিকারে কখনো হস্তক্ষেপ করিনি। এমনকি ২০১৩ সাল থেকে যারা এই অগ্নিসন্ত্রাস, মানুষ পোড়ানো, তিন হাজারের ওপরে তারা মানুষ পুড়িয়েছে।
সেখানে প্রায় কয়েক হাজারের মতো মানুষ মারাই গেছে। লঞ্চ, গাড়ি, বাস ট্রেন কিছুই বাদ যায়নি। সেই সময় যারা আসামি ছিল তারা পলাতক ছিল। যখন এই বিএনপি-জামায়াত এবং তাদের সমমনা দলগুলি রাজনৈতিক কর্মসূচি শুরু করেছে, তারা বহাল তবিয়তে এসেছে। তারা শান্তিপূর্ণ সভা যখন করেছে তাদের কোনো বাধা দেওয়া হয়নি। কিন্তু যখনই তারা আবার জ্বালাও-পোড়াও শুরু করলো, বিশেষ করে ২৮ অক্টোবরের থেকে তাদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড পুলিশকে পিটিয়ে পিটিযে মারা, একটা বীভৎস দৃশ্য যা দেখলে সহ্য করা যায় না, এমনকি শুনলে আপনারা অবাক হবেন যে রেললাইন কেটে রেখে দিয়েছে যেন বগি পড়ে যায়, দুর্ঘটনা হয়।