করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ভোলা সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি করে রাখা এক যুবক পালিয়ে গেছে। জেলা সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এই তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (১ এপ্রিল) তিনি জানান, ওই যুবক মঙ্গলবার জ্বর, সর্দি ও কাশি নিয়ে ভোলা সদর হাসপাতালে এলে তাকে আইসোলেশনে রাখা। আজ বুধবার তার নমুনা সংগ্রহ করার কথা ছিলে। কিন্তু সে আজই আইসোলেশন থেকে পালিয়ে যায়। তাকে খোঁজা হচ্ছে।
জানা গেছে, ওউ যুবক ভোলা শহরতলীর বাপ্তা এলাকার শেলটেক টাইলস ফ্যাক্টরিতে কাজ করে। তার বাড়ি রংপুর এলাকায়।
সিভিল সার্জন আরেও জানান, ভোলার সাত উপজেলায় এখন পর্যন্ত ৪২৯ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। এদের মধ্যে ২৬৫ জনের হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে। এখন ১৬৪ জন হোম কোয়ারেন্টিনে রয়েছে। এছাড়া আরেও একজন আইসোলেশনে আছেন।