আগুন নিভিয়ে চলে যান ফায়ারকর্মীরা, ধ্বংসস্তূপ সরানোর সময় মেলে কিশোরের লাশ

খুলনা মহানগরীর ডালমিল মোড় এলাকায় একটি বেকারিতে অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার মধ্য রাতে আগুন লাগলে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিভিয়েই কর্মীরা চলে যান। সকালে ধ্বংসস্তূপ সরাতে গিয়ে এক কিশোরের লাশ পাওয়া যায়। নিহত মইনুল হক (১৫) ওই বেকারিতে কাজ করতো।

খুলনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের (বয়রা) এসও সাঈদুজ্জামান জানান, শুক্রবার দিনগত রাত সোয়া ২টার দিকে পপুলার নামে একটি বেকারিতে আগুন লাগে। বেকারির চুলা থেকে এ আগুনের সূত্রপাত। বাতাস থাকায় আগুন দ্রুত আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফায়ার সাভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বেকারির তিনটিসহ পাঁচটি ঘর পুড়ে গেছে।

তিনি বলেন, ‘রাতে আগুন নিভিয়ে আমরা ফিরে আসি। এরপর শনিবার ভোরে আবার উদ্ধার কাজে যাই। এ সময় ঘরে চাপা পরে থাকা মইনুল হক নামে একজনের লাশ উদ্ধার করা হয়।’ বেকারির ভেতর কেউ থাকতে পারে, এরকম তথ্য কেউ জানায়নি বলে দাবি করেন তিনি।
মইনুল ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কুড়িয়া গ্রামের তারা মিয়ার ছেলে। সে ডালমিল মোড় এলাকায় বসবাস করতো।

এলাকাবাসীর অভিযোগ, যথেষ্ট পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে সময় লাগে। এ কারণে বেকারির আশপাশের কয়েকটি ঘরও পুড়ে গেছে। আগুনে কারখানাটি পুড়ে ছাই হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *