বগুড়ার সোনাতলায় আওয়ামী লীগের হাটকরমজা কার্যালয়ে হামলার ঘটনায় বিএনপির ৮১ নেতাকর্মীর নাম উল্লেখ করে ১৮১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) জোড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিন মাস্টার সোনাতলা থানায় এ মামলা করেন। মামলায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম লিটুকে প্রধান আসামি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, গত বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় আওয়ামী লীগের হাটকরমজা কার্যালয়ে হামলা চালানো হয়। এ সময় ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করা হয়।
মামলা প্রসঙ্গে বিএনপি নেতা লিটু সাংবাদিকদের জানান, তিনি বা তার সংগঠনের কেউ আওয়ামী লীগ কার্যালয়ে ককটেল হামলা, ভাঙচুর ও মারপিটের সঙ্গে জড়িত নন। আসন্ন নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে আওয়ামী লীগের এটা সাজানো নাটক।
সোনাতলা থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহিদ হাসান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’