করোনাভাইরাস সংক্রমণের সতর্কতার অংশ হিসেবে টঙ্গীর ইজতেমা মাঠ সেনাবাহিনীর তত্ত্বাবধানে দেওয়া হয়েছে। সেখানে কোয়ারেন্টিন ও আইসোলেশন সেন্টার তৈরি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে করোনা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।
জাহিদ মালেক বলেন, ‘সেনাবাহিনী মাঠ প্রস্তুত করবে। সেখানে সব ধরনের ব্যবস্থা থাকবে। কোয়ারেন্টিন করার মতো যা যা কিছু দরকার সেগুলা সেখানে তৈরি করা হচ্ছে।’
এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, যারা জানুয়ারি মাসে দেশে এসেছেন তাদের ১৫ দিন পার হয়েছে। ফেব্রুয়ারিতে যারা এসেছেন তাদেরও ১৫ দিন পার হয়েছে। সম্প্রতি যারা এসেছেন তাদের খুঁজে বের করা হবে। বিমানের কাছ থেকে তালিকা পাওয়া গেছে। জেলা, উপজেলা ও ইউনিয়নে সেই তালিকা পাঠানো হয়েছে।